সাহিদ হাসান, নওগাঁ প্রতিনিধি:
কাতার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বাংলাদেশে এখনও শেষ হয়নি ফুটবল উন্মাদনা। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯ ব্যাচের এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
খেলার প্রথমার্ধে ০-০ গোলে ম্যাচ ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে ৪ গোল করে খেলায় জয় লাভ করে ব্রাজিল।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন সৈকত এন্টার প্রাইজ এর প্রোপাইটর আল সোহারাব সৈকত । এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান রোমেন।
ব্রাজিল দলের অধিনায়ক আহসান কিবরিয়া বলেন বিশ্বকাপ থেকে হেরে যাওয়ার পর থেকে তারা আমাদের খিস্তি দিতে থাকে সবসময়। সেজন্য আমরা ৪ গোল করে দেখিয়ে দিলাম।
আর.আই/