মো সাহিদ হাসান:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল ও বর্ণমালা মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা।
আজ ২১শে ফেব্রুয়ারী সোমবার সকাল ১০ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সভাপতি মুহা জহুরুল হক এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিল ও বর্ণমালা মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা কার্যালয় থেকে বর্ণমালা মিছিল শুরু হয়ে রেলগেট দিয়ে নগরীর জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বক্তব্যে সভাপতি বলেন অমর ২১শে ফেব্রুয়ারি আজ। ১৯৫২ সালে রক্ত দিয়ে আমরা বাংলা ভাষার অধিকার আদায় করেছি। কিন্তু, দুঃখের বিষয় রক্তে কেনা সেই বাংলা আজ চরম অবহেলিত। অফিস,আদালত কলেজ-ভার্সিটিসহ সর্বস্তরে ভিনদেশী ভাষার বহুল ব্যবহার মাতৃভাষা চর্চার ধারাকে ব্যপকভাবে বাধাগ্রস্থ করছে ।
তিনি আরও বলেন, দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতকরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
পরিশেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত ও তাদের পরিবারের সুসাস্থ্য কামনা করে দোয়ার মাধ্যমে শেষ হয়।
বর্ণমালা মিছিলে আরোও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক তারিফ উদ্দীন, ইসলামী যুব আন্দোলন রাজশাহী জেলা সভাপতি হা মাও মুরশিদ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগরের সভাপতি মুহা ইসাহাক ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুহা পারভেজ আকন্দ সহ দায়িত্বশীলবৃন্দ।