এম ওমর ফারুক আজাদ:
চট্টগ্রামের ফটিকছড়িতে বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা স্বরুপ এক লক্ষ টাকা করে দুই লক্ষ প্রদান করা হয়েছে। এছাড়াও ও উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভুমি এস এম আলমগীর বলেন, ‘গতকাল যে দুইজন ছাত্রী নিহত হয়েছে তা নিয়ে উপজেলা প্রশাসন মর্মাহত ও শোকাহত। ইউএনও মহোদয়ের নির্দেশনায় দুই পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা আজ বিকেলে মানবিক সহায়তা প্রদান করেছি।’
নিহত দুই ছাত্রী মিশু আক্তারের যানাজা সম্পন্ন বুধবার রাত ৮ টায় ও নিশা মনির যানাজা বৃহস্পতিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
এদিকে ঘটনায় জড়িত থাকায় চট্টগ্রাম জেলা হাইওয়ে পুলিশের টিআই নিখীল জীবন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সার্জেন্ট আল আমিনকে ক্লোজ করা হয়েছে পুলিশ লাইনে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশীদুল হক।
উল্লেখ্য: গত বুধবার দুপুরে ফটিকছড়িতে পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছেন। উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফেলাগাজী দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিশু আকতার (১৬) দক্ষিন পাইন্দং মোল্লার বাড়ির আবুল বশরের কন্যা। নিহত নিশা মনি (১৮) একই এলাকার মোহাম্মদ লোকমানের কন্যা। তারা দুজনই হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।