রাজধানীর বড় মগবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনের পাশের একটি দোতলা ভবন হেলে পড়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-১ এর আঞ্চলিক কর্মকর্তা ইতোমধ্যে ভবনটি ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণার পর বাসিন্দারাও সরে গেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার সমকালকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা সকাল থেকেই দুর্ঘটনাস্থলে নজর রাখছিলাম। দুপুরের দিকে ভবনটি পাশের বিদ্যুতের পোলের উপর হেলে পড়ে। ২-৩ ফুট যাও গ্যাপ ছিল, এখন তা নেই। আমরা সিটি করপোরেশনে খবর দিলে অফিসার এসে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। ভবনটির লোকজন চলে গেছেন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ভবনটিতে আরও কাউকে ঢুকতে দিচ্ছি না।’
আবুল বাশার জানান, মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের কারিগরি দল এসে ভবনটি পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে জানাবেন, ভবনটি ভেঙ্গে ফেলতে হবে কি না।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সাত জন মারা যান, আহত হন অর্ধশতাধিক।
ওই ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার সকালে রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
বিস্ফোরণের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পাঁচ সদস্য ও পুলিশ সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।