ভারতের পাঞ্জাবের একটি আদালতের ভেতর ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। আজ বৃহস্পতিবার রাজ্যের লুধিয়ানা জেলার আদালত ভবনে বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এতে আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আদালত ভবনের দ্বিতীয় তলার শৌচাগারে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, দেয়াল ও আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। লুধিয়ানার কেন্দ্রস্থলে জেলা কমিশনারের কার্যালয়ের একেবারে পাশে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভবনের দ্বিতীয় তলায় আদালতের ৮টি কক্ষ রয়েছে, সেখানকার সবাইকে দ্রুত সরিয়ে নেয়া হয়। পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ, উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে একজন আইনজীবীও রয়েছেন। বিভিন্ন দাবিতে স্থানীয় আইনজীবীরা কয়েকদিন ধরে ধর্মঘট পালন করে আসছেন। সে কারণে এদিন আদালতে আইনজীবীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদালতের ক্যান্টিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি ঘটেছে কি না, তাও আমলে নিচ্ছেন তারা।






