সাইফুল ইসলাম, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান মতবিনিময় সভা করেছেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি হঠাৎ করে বাসাইল প্রেসক্লাবে যান। এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে বাসাইল-সখীপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা তুলে ধরেন।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি এম শহীদুল ইসলাম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক রাশেদা সুলতানা রুবি, বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম মোস্তফা, জাহাঙ্গীর হোসেন, স্থানীয় কাউন্সিলর বিএনপি নেতা বাবুল আহম্মেদ, বিএনপি নেতা আবুল কালাম আজাদ পিন্টু, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ উপস্থিত ছিলেন।