৪৫ বছর পর ঢাকায় আবারো আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বনানীতে এ দূতাবাস উদ্বোধন করা হয়।
সোমবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো দূতাবাস উদ্বোধন করেন।
১৯৭৮ সালে বাংলাদেশের তৎকালীন সামরিক জান্তা আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দিয়েছিল। ৪৫ বছর পর দেশটি আবার বাংলাদেশে তাদের দূতাবাস খুললো।
মূলত কাতারে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির দলকে বাংলাদেশ থেকে ব্যাপক সমর্থন দেওয়া হলে দূতাবাস খোলার বিষয়টি আলোচনায় আসে।
এতোদিন বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস না থাকায় দেশটির ভিসার জন্য বাংলাদেশীদের ভারতে আর্জেন্টিনা দূতাবাসে যেতে হতো।





