মোঃ তারেক মাহমুদ,জেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর):- ১২ই রবিউল আউয়াল পৃথিবীর শ্রেষ্ঠ মহা মানব হযরত মোহাম্মদ সা. এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, লক্ষ্মীপুর জেলা।
উৎযাপিত হয় সভা,সমাবেশ,র্যালি ও দোয়ার মধ্যে দিয়ে
আজ রবিবার সকাল ৯ ঘটিকা হতে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে অধ্যক্ষ মাওঃ আতাউল করিম মুজাহিদের সভাপতিত্বে এবং মুফতি হেলাল আল-কাদেরীর সঞ্চলনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি নিজামুদ্দিন সাহেব, ফরিদগঞ্জ। বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলহাজ্ব কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ, পীরজাদা জহির উদ্দিন বাবর (রায়পুর),চন্দ্রগন্জ শাহ আব্দুল্লাহ দরবারে শরীফের পীর সাহেব সৈয়দ মাহমুদুর রহমান তানভির ছিদ্দিকি, শ্যামপুর দরবার শরীফের পীর সৈয়দ গোলাম সাখজার হোসাইনী ছাবের চিশতী। এছাড়া উপস্থিত ছিলেন সুন্নি আলেমগণ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, রাসূল স. এর জীবনের সকল কিছু আমরা অনুসরন করবো। তবেই সফলতা মিলবে। আমরা ঈদে মিলাদুন্নবী সমাবেশের মাধ্যমে রাসূল সা. এর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করবো।মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল জেলা উপজেলাতে মডেল মসজিদ নির্মাণের উদ্যেগ নিয়েছে। সেখানে ইসলামী পাঠাগার থাকবে, নবী-রাসূলের জীবনী সম্পর্কে সকল মুসলিম জানতে পারবেন, শিখতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে কাজি জামশেদ কবির বাকি বিল্লাহ বলেন, আমাদের ভালো আছে, মন্দ আছে তাই আমাদের সিরাত নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু রাসুল স. এর সবই ভালো, কোনো মন্দ নাই। কাজেই নবীজির সিরাত নিয়ে আলোচনা করা বেয়াদবে রাসূল, দুশমনে রাসুল। হজ্জ করার নাম ঈমান নয়,যাকাত দেওয়ার নাম ইমান নয়, এগুলো ইসলামের স্তম্ভ কিন্তু ঈমান হলো রাসুলের ভালোবাসায়।আল্লাহ কে পাওয়ার মাধ্যম হলো রাসুল স. কে ভালোবাসা। এছাড়া তিনি এ দিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুফতি নিজাম উদ্দিন বলেন, ঈদে মিলাদুন্নবী কে বাধা দেওয়ার জন্য সিরাতুন্নতি হাতে নিয়েছে ভন্ডরা।
মুফতি হেলাল কাদেরী বলেন, তাকরীম কুরআন প্রতিযোগিতায় বিশ্বে ৩য় হয়েছে, হাজার হাজার মানুষ বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে, কুরআনের ভালোবাসায় সেটি যদি জায়েজ হলে, রাসুলের স. ভালোবাসায় ঈদে মিলাদুন্নবী জায়েজ নয় কেনো.?
সমাবেশ শেষে লক্ষ্মীপুর শহর রোডে রালু করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।