পাঠ্যবই নিয়ে সারাদেশে তুমুল প্রতিবাদ চলছে। ওলামায়ে কেরামের এই প্রতিবাদকে মিথ্যাচার বলে শিক্ষামন্ত্রী নিজেই মিথ্যাচার করছেন। শিক্ষা সিলেবাসের অসঙ্গতি, ত্রুটি-বিচ্যুতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধারাবাহিকভাবে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের এ ধারাবাহিক কার্যক্রমকে শিক্ষামন্ত্রী ভিন্নখাতে প্রবাহিত করে মিথ্যাশ্রয়ী সাব্যস্ত করার চেষ্টা করেছিলো। এখন শিক্ষামন্ত্রীই মিথ্যুক প্রমাণিত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিউ মার্কেট থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম এসব কথা বলেন। নিউ মার্কেটস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আঊয়াল মজুমজাদর, সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা কামাল হোসাইন। সভাপতিত্ব করেন সংগঠনের নিউ মার্কেট থানা শাখা সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ২০২৩ এর মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টিতত্ত্ব অনুপ্রবেশ, ট্রান্সজেন্ডার, পৌত্তলিক ও ব্রাক্ষণ্যবাদী সংস্কৃতির আধিপত্য, ইসলামকে ভিনদেশি সাব্যস্ত করা এবং প্লেজারিজমের মত নিন্দনীয় কাজের আশ্রয় নেওয়া হয়েছে; যা জাতি হিসাবে আমাদের জন্য উদ্বেগ ও হতাশার।
তিনি ৩ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকার বাইতুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফলের আহ্বান জানান।
এন.এইচ/