ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার পক্ষ থেকে আজ শুক্রবার চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়াম আলিম পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, পরিক্ষার রুটিন এবং সাদা ফাইলসহ পরীক্ষার সময়ে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই কামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ মাওলানা মুহাম্মাদ সুলাইমান হুসাইন এবং সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার সভাপতি মল্লিক মুহাম্মাদ রেজাউল করীম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার সহ-সভাপতি মুহাম্মাদ শাহজালাল, সাধারণ সম্পাদক মুহাম্মাদ কাওসার মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রেজাউল করীম, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ রবিউল আলম, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ বাইজিদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ তৈয়ব আলী, দফতর সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আবদুর রহিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম হোসাইন সহ অত্র মাদরাসার ২০২২ সালের আলিম পরীক্ষার্থীবৃন্দ।
পরীক্ষার্থীরা জানায়, আমাদেরকে সংগঠনের পক্ষ থেকে এ ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করায় আমরা আনন্দিত। ভবিষ্যতেও যেন সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকে।
প্রসঙ্গত, আগামী ৬ নভেম্বর থেকে আলিম/এইচএসসি পরীক্ষা শুরু হবে।