শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা এবং ইসলামী তাহজীব তামাদ্দুন ধ্বংসের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন। সরকারের এহেন কর্মকাণ্ডের প্রতিবাদে এবং সিলেবাসে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘গণমিছিল ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি ঘোষণা করেছে। সেদিন সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেইটে জমায়েত শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিল শুরু হবে।
আজ এক বিবৃতিতে মহাসচিব বলেন, ভারতের প্রেসক্রিপশনে দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার লক্ষে সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে সংকোচন করা হয়েছে। মাদরাসা সিলেবাসেও হিন্দুত্ববাদী শিক্ষা সংযোজন করা হয়েছে। শিক্ষা সিলেবাসে বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী এমন সংযোজন কার স্বার্থে? শিক্ষানীতির মাধ্যমে দেশের সংস্কৃতি এবং তাহজীব-তামাদ্দুন প্রকাশ পায়। বর্তমান শিক্ষামন্ত্রী ভারতের আদলে সিলেবাস তৈরি করতে গিয়ে, সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে গুরুত্বহীন করে দিয়েছেন। সিলেবাসে আছে; কিন্তু পাবলিক পরীক্ষায় ‘ইসলাম শিক্ষা পরীক্ষা’ রাখা হবে না!
তিনি বলেন, দেশের শিক্ষা-সংস্কৃতিতে ভারতীয় আগ্রাসন ভয়াবহ রূপ ধারণ করেছে। ইসলামবিদ্বেষী এবং অপসংস্কৃতির চেতনাধারীরা এদেশের শিক্ষাব্যবস্থায় মানুষের ঈমান-আকিদা, কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য এবং ধর্মীয় চেতনা উঠিয়ে দিতে চায়। মোদি অনুসারী সেই নাস্তিক্যবাদীরা প্রশাসনে থেকে ইসলামী চিন্তা-চেতনার বদলে শিক্ষা-সংস্কৃতিতে সুকৌশলে অপসংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে। এসব ষড়যন্ত্র রুঁখে দেয়া হবে, ইনশাআল্লাহ।
এন.এইচ/