শিপার মাহমুদ, ঢাকা উত্তর প্রতিনিধি:
দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ও অ্যালামনাইদের নিয়ে রাজধানীর উত্তরায় হয়ে গেলো জমকালো এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি, উত্তরার একটি পার্টি সেন্টারে উত্তরায় বসবাসরত ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উত্তরা’র উদ্যোগে আয়োজনটি সম্পন্ন হয়।
এসময় উত্তরায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নবীন শিক্ষার্থীদের সংগঠনটিতে বরণ করে নেয়া হয় এবং প্রাক্তন সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবীব হাসান এবং প্রধান বক্তা হিসেবে বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি শাহীদ আকতার।
আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি প্রিন্স মাহমুদ এবং জেনারেল সেক্রেটারি আহনাফ মোহাম্মদ তৌসিফসহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আর.আই/