ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বদা দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজ রাজধানীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য তিনি সরকার এবং বিত্তবানদের প্রতি আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল বশর আজিজী, তথ্য গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আল আমিন, প্রকাশনা সম্পাদক ইমরান হোসাইন নূর, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজি মুহা. আলী হায়দার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জাবের হুসাইন, কার্যনির্বাহী সদস্য খায়রুল আহসান মারজান ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম মাইদুল হাসান সিয়ামসহ ঢাবি ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ।