এইচ এম ইব্রাহিম মল্লিক, চাঁদপুর থেকে প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ১০ হাজার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা শুরু হয়।
ভয়েজ ফর জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান আফতাব চৌধুরী সুমন এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২১ মার্চ এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা নির্বাহি অফিসার গাজী সাইফুল হাসান।
আবু তাহের মাস্টারের সঞ্চালনায় এ শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম,চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন ও উপজেলা দুর্নিতি গতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার