পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত সপ্তাহে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য ভারতের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করে বলেছে, ‘সংলাপের পরিবেশ এখনও সহায়ক নয়।’
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ কথা বলেন।
তিনি বলেন, “ভারতের অবস্থান পরিষ্কার ও ধারাবাহিক রয়েছে। আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক প্রতিবেশী সম্পর্ক কামনা করি। যেখানে সন্ত্রাস, শত্রুতা ও সহিংসতামুক্ত পরিবেশ বজায় থাকবে।”
উল্লেখ্য; গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কাশ্মীর সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনার আহ্বান জানিয়ে বলেছিলেন, “ভারতীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী মোদির কাছে আমার বার্তা হল, আসুন আমরা টেবিলে বসি ও কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে আলোচনা করি।” সূত্র: কেপি
এন.এইচ/