জামেয়া কূরআনিয়া আরাবিয়া লালবাগের সদরে শূরা (পরিচালনা কমিটির প্রধান) ও শাইখুল হাদীস মাওলানা হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে রাজধানীর আজগরআলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভায়রা হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি জানান, গত বুধবার (১৬ নভেম্বর) পবিত্র উমরা পালনের জন্য সৌদি যাওয়ার পথে ঢাকা হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ট্রোক করায় দ্রুত তাঁকে আজগরআলী হাসপাতালে ভর্তি করা হয়। গত রাত ১১টার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নিয়ে জান। ১২টার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
মাওলানা মুহিউদ্দীন রাব্বানী জানান, মাত্র ২২ বছর বয়সে মাওলানা হাবীবুর রহমান লালবাগ মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। তিনি ছিলেন হজরত মুহাম্মাদউল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বড় মেয়ের বড় জামাতা।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মরহুমের নামাযে জানাযা আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বাদ যোহর লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হবে।