মুহাম্মাদ ফরহাদ মোল্লা, খুলনা প্রতিনিধি:
খুলনা রুপসা থানার শ্রীফলতলা ইউনিয়নের পালের বাজারের পাশে নসিমন এক অজ্ঞাত ব্যাক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে আশেপাশের লোকজন এগিয়ে এসে পালের বাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।
জানা যায়, অজ্ঞাত ব্যক্তিকে কয়েকদিন ধরে আশপাশ এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে। লোকজন পাগল বলে আখ্যায়িত করায় এখন লাশটি পালের বাজার ক্যাম্পে আনা হয়েছে। এখান থেকে থানায় পাঠানো হবে।
সর্বশেষ তথ্যমতে লোকটির কোন নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি কেউ তাকে চিনতে পারেন তাহলে এ ঠিকানায় যোগাযোগ করুন। এস আই সেকেন্দার আই সি পালের বাজার ক্যাম্প, মোবাইল: ০১৭১২১১৫৭৮৫।






