আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি :
ভোলায় বিয়ে বাড়িতে এসে বরের চাচাতো ভাই মো.ইব্রাহিম লিমন(২৭) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবক ইব্রাহিম লিমনের স্ট্রোক জনিত কারনে মৃত্যু হয়েছে। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে।
রবিবার (৩০ অক্টোম্বর)ভোর সাড়ে ৪ টায় ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিমন একই ইউনিয়নের মেদুয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক ছিলেন।
খোঁজ নিয়ে জানা যায়, চাচাতো ভাই উজ্জ্বল হোসেনের বিয়ে উপলক্ষে গত ২০ অক্টোবর লিমন ঢাকা থেকে বিয়ে বাড়িতে আসেন। ২৩ অক্টোবর বৌভাত অনুষ্ঠানে যোগ দেন। এরপর থেকেই তিনি ওই বিয়ে বাড়িতে ছিলেন। গতকাল রাতে বাড়ির অন্যান্যদের সঙ্গে দুষ্টমি করে ঘুমিয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন তাকে ঘুম থেকে ডাকতে গিয়ে দেখতে পান লিমনের মৃত্যু হয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) মো. গোলাম আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিমনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং পরিবারেরও কোনো অভিযোগ নেই।ধারণা করা হচ্ছে স্ট্রোকে লিমনের মৃত্যু হতে পারে।
তিনি আরও জানান, এখনও ঘটনাটির তদন্ত চলছে। লিমনের স্ত্রী ঢাকা থেকে ভোলায় আসছে। তার কোনো অভিযোগ থাকলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।