শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়ায় মিরাজ (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সূত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়ার ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সবুজ শেখ এর একমাত্র পুত্র মিরাজ(২) আজ শনিবার (২৯ শে অক্টোবর) দুপুর ২ টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরের কাছে গেলে শিশু মিরাজ পানিতে পড়ে যায়।
এদিকে শিশুর মা রত্না বেগম বলেন, তিনি রান্না করছিল বেশ কিছু সময় পেরিয়ে গেলেও শিশু মিরাজ কে ডাকাডাকি করে না পেয়ে পুকুরের পাশে এসে দেখতে পায় শিশু মিরাজ পানিতে হাবুডুবু খাচ্ছে এবং মা রত্না বেগম দ্রুত পানিতে নেমে শিশু মিরাজ কে উপরে উঠিয়ে আনে কিন্তু ততক্ষণে শিশু মিরাজের শরীর ফুলে ফেপে উঠে এবং দিঘলিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক শিশু মিরাজ কে মৃত ঘোষণা করেন।