নিজস্ব প্রতিবেদক :
ড্রিম ডেভেলপমেন্ট সোসাইটি -ডিডিএস এর কল্যান তহবিল বিভাগের উদ্যোগে মহান বিজয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কিত আলোচনা সভা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র উপহার বিতরন-২০২৩ অনুষ্ঠিত হয়।১৮ই ডিসেম্বর সোমবার নগরীর আইসফ্যাক্টরি রোডস্থ তাওহিদুল উম্মাহ মাদ্রাসা অডিটোরিয়ামে ডিডিএস চেয়ারম্যান মোঃ মনির হোসাইন এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচাল নুরনবী শাওনের সঞ্চালনায়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আব্দুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টমস অফিসার হাফেজ মোঃ মনিরুজ্জামান,দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার এম জে জুয়েল ও তাওহীদুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর শিক্ষা যদি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি সেক্ষেত্রেও আমরা সফল হতে পারবো”।অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, “ডিডিএস এর স্বেচ্ছাসেবী কার্যক্রম শুধু চট্টগ্রামব্যাপী নয় সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং সকল সেবামূলক কার্যক্রমে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন”।আলোচনা সভা শেষে তাওহীদুল উম্মাহ মাদ্রাসার এতিমখানা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন ডিডিএস এর প্রকল্প ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, মানব সম্পদ পরিচালক আমাদের ইসরাফিল, অতিরিক্ত পরিচালক মোঃ ইব্রাহিম, অফিস সচিব মোহাম্মদ নাঈম উদ্দিন,এডমিন অফিসার মোঃ শাকিল,সদস্য নেওয়াজ মোরশেদ,মোঃ ইলহাম সহ অন্যান্য সদস্যবৃন্দ