আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক শহরে দেশটির সরকারি বাহিনী ও তালিবান যোদ্ধাদের সংঘর্ষ চলাকালে ভারতীয় সাংবাদিক ড্যানিশ সিদ্দিকী নিহত হন।
তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ফটো সাংবাদিক। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাতে তিনি নিহত হন।
স্থানীয় গণমাধ্যমের বরাতে শুক্রবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পেশাগত দায়িত্বপালনের জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন। নিহত ড্যানিশ সিদ্দিকী পুলিৎজার পুরস্কারজয়ী ফটো সাংবাদিক।
এ দিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তালিবানের হামলায় সাংবাদিক ড্যানিশ সিদ্দিকীর নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুনদজাই।
তিনি (ড্যানিশ সিদ্দিকী) আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।
শুক্রবার টুইট বার্তায় ফরিদ মামুনদজাই বলেন, গত রাতে কান্দাহারে আমার বন্ধু ড্যানিশ সিদ্দিকীর নিহত হওয়ার খবরে আমি খুবই শোকাহত।
পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় এই সাংবাদিক আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবস্থান করছিলেন। ২ সপ্তাহ আগে কাবুলে যাওয়ার আগে তার সাথে আমার দেখা হয়েছিল। তার পরিবার এবং রয়টার্সের প্রতি সমবেদনা।






