মোহাম্মাদ আহাদ আবদুল্লাহ প্রতিনিধি, দেবিদ্বার উপজেলা
কুমিল্লায় ষড়যন্ত্রের মামলায় কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিক’কে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ধর্ষণে সহায়তা করার অপরাধে গত শনিবার সকালে কক্সবাজার থেকে আবু কাউছার অনিককে আটক করে র্যাব-১৫। পরে গতকাল রোববার দুপুরে কুমিল্লার আদালতে হাজির করলে জামিন শুনানি সোমবার সকাল ১০ টায় নির্ধারণ করেন বিজ্ঞ আদালত৷
মামলার এজাহার সুত্রে জানা যায়, জেলার সদর দক্ষিন থানার ঘোষগাও গ্রামের মোসাঃ সুমাইয়া আক্তার লিপিকে ধর্ষনের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জসিম উদ্দিন শান্তর মালিকানাধীন বৈশাখী হোটেলে ৩১-০৮-২২ তারিখ সকালে হোটের দ্বিতীয় তলার ১০৫ নং কক্ষে চাকরীর প্রলোভন দেখিয়ে মামলার প্রধান আসামী আরব আলী তাকে জোর পূর্বক ধর্ষন করে এবং এ সময় মামলার অন্য তিন আসামী বাহিরে অপেক্ষা করে৷ কিন্তুু তাৎক্ষণিক তাদের কাউকে চিনতে না পাড়ায় মামলার ভিক্টিম কৌশল অবলম্বন করে তাদের পরিচয় সনাক্ত করে বলে জানা যায়৷
কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউছার অনিকের স্ত্রী নাজিয়া উদ্দিন বলেন, দেবিদ্বার উপজেলার নুরপুর গ্রামে শান্ত আলিশান বাড়ী তৈরী হচ্ছে, অন্যের জমিতে দখল করার অভিযোগ পেলে অনিক তাকে স্থানীয় ব্যাক্তিবর্গদের দিয়ে বাঁধা দেয়৷ যার কারনে শক্রতার জের ধরে বৈশাখী হোটেল মালিক আবু কাউছার অনিক’কে একটি মিথ্যা মামলায় জড়িয়ে তার ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছে৷ যেহেতু সে বর্তমানে জেলা যুবলীগের সভাপতি পদপার্থী।
মিথ্যা মামলায় আবু কাউছার অনিক কে গ্রেফতার করায় প্রেস বিবৃতি দিয়েছে কুমিল্লা উঃ জেলা ছাত্রলীগ।
কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি ও দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলেন, বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ আবু কাউছার অনিকের মুক্তির দাবি করেছেন। অনিক পরীক্ষিত মুজিব আদর্শের সৈনিক। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার পিছনে অনিকের প্রশংসনীয় ভূমিকা রয়েছে। তাকে নিয়ে এমন নোংরা রাজনীতি বন্ধ করার আহবান জানাচ্ছি।
অন্যদিকে,দেবিদ্বার উপজেলার নুরপুর গ্রামের জসিম উদ্দিন শান্ত নামে এক আবাসিক হোটেল ব্যবসায়ীর সাথে কুমিল্লার মাহফুজ বাবু নামে এক সাংবাদিকের সাথে মোবাইল কল রেকর্ড সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। রেকর্ডে শোনা যায়, কৌশল অবলম্বন করে ইয়াবা মামলায় ফাঁসানোর শক্রুতা থেকেই সুযোগ বুঝে ফাসিয়ে দিয়েছে সে। চার মিনিটের অধিক সময়ের কথপোকথনে আরো নানান দিক ফুটে উঠে৷
আদালত প্রাঙ্গণে অনিক সাংবাদিকদের বলেন, তিনি মামলার ভিকটিম কে কখনো দেখেননি, এছাড়াও যে ধর্ষণ করেছে বলে মামলায় ১নং আসামীর করা হয়েছে সেই আসামী আরব আলীকে আমি তাকে কখনই চিনি না। যে দিন ঘটনা দেখানো হয়েছে, আমি সেদিন ঢাকায় ছিলাম। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন অনিক। মামলার অভিযোগের বিষয়ে কোতায়ালী মডেল থানার ওসি মুহাম্মদ হানিফ সরকার বলেন, মামলার তদন্ত চলছে, অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে প্রচলিত আইনের ব্যবস্থা নেয়া হবে।