সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধিঃ
২ নভেম্বর, ২০২২ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি সংলগ্ন কটেজে আলোচনা সভার আয়োজন করে নওগাঁ ব্লাড সার্কেল।
নওগাঁ ব্লাড সার্কেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এই আয়োজনে সভাপতিত্ব করেন চবি শাখা সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ শাহ আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ প্রতিষ্ঠাতা সৈয়দ আহমেদ সিয়াম। এছাড়াও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের মাহদি হাসান, গণিত বিভাগের আরিফ হোসেন, রসায়ন বিভাগের শাকিল হোসেন, গণিত বিভাগের মোহাইমিনুল ইসলাম এবং মুহাম্মাদ ইলিয়াস।
নওগাঁ ব্লাড সার্কেল, চবি শাখার সভাপতি শাহ আলম জানান, “১৯৭৮ সালের ২রা নভেম্বর ডিএমসিএইচ ব্লাড ব্যাংকে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংগঠন “সন্ধানী” প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে এবং পরবর্তীতে এই দিনটিকেই “জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস” হিসেবে পালন করার ঘোষনা দেওয়া হয়।
আমরা এই দিবসকে সামনে রেখে নতুন রক্তদাতা সংগ্রহের কার্যক্রম পরিচালনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা এ পর্যন্ত সংগঠন থেকে বিনামূল্যে ৩৭০০ ব্যাগের অধিক রক্ত ম্যানেজ করতে সক্ষম হয়েছি।”
আর.আই/