চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকালে চবির রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বৃহস্পতিবার ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৮ম সভার ৩নং সিদ্ধান্তক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাক-প্রস্তুতি এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার সুবিধার্থে এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও একাডেমিক কার্যক্রম আগামী ১৪ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে।’’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘চবির বিভাগ/ইনস্টিটিউটে সকল পরীক্ষা আগামী ১৬ আগস্ট ২৪ আগস্টপর্যন্ত স্থগিত থাকবে। তবে ১৪ আগস্ট ও ২৫ আগসস্টের পূর্বে নির্ধারিত পরীক্ষাসমূহ চলবে।’’