মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
ছাত্রদের পুরো কিতাব ভালোভাবে আয়ত্ত করানোর লক্ষ্যে চট্টগ্রাম আল-জামিয়াতুল ইসলামিয়া বাইতুল করিম হালিশহর-এ ক্লাস ভিত্তিক মৌলিক বিষয়াদির উপর মুনাজারা (বিতর্ক) চলমান।
তারই অংশ হিসেবে আজ রবিবার (২৯ জানুয়ারি’২৩) দুপুর ২টা হতে জমাতে মোতাফাররকা (শর্টকোর্স)-এর জিম্মাদার মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে “এসো আরবি শিখি” ও “উর্দু কা নয়া কায়দা”-এর বিতর্ক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, কিতাব দুটি আরবি ও উর্দু সাহিত্যের অতীব জরুরি কিতাব।
বিচারক হিসেবে ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও মুনাজারার তত্ত্বাবধায়ক মাওলানা এরফানুল হক জদিদ এবং জামিয়ার সাহিত্য বিভাগীয় উস্তাদ মাওলানা আব্দুল্লাহ আল-নোমান
উপস্থিত ছিলেন জামিয়ার শিক্ষা পরিচালক রিদওয়ানুল হক শামসী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদ নফিস চাটগামী, পরিচালনা কমিটির জয়েন্ট সেক্রেটারি ও মুহাদ্দিস মাওলানা কামাল উদ্দিন সাকী, মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান মিসবাহ প্রমূখ,
আর.আই/