নিজস্ব প্রতিবেদক –
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালি) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র সমর্থনে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্টিত হয়।
২৪শে ডিসেম্বর(রবিবার) চাক্তাই-এ যুবলীগ নেতা হাসান মামুন চৌধুরীর সভাপতিত্বে ও ইফতেখার সুজনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।এসময় তিনি বলেন,”বিএনপি-জামায়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণ নির্বাচনকে যেভাবে উৎসবমুখর করে তুলছে,তেমনি ৭ই জানুয়ারিতে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণই বিএনপিকে বয়কট ঘোষণা করবে।আওয়ামীলীগ সরকারের বিগত ১৫ বছরের উন্নয়নে জনগণ সন্তুষ্ট,৭ তারিখ নৌকায় ভোট দিয়ে তারা উন্নয়নের এই দ্বারা অব্যাহত রাখবে এটাই আমাদের বিশ্বাস”।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক লিটন রায় চৌধুরী,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মামুনুর রশীদ, আজিজুল ইসলাম,সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক জিন্নাত সুহানা চৌধুরী, ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্না বিশ্বাস ,যুব সংগঠক রফিকুল আলম রুবু,শাওন ওয়াসি।
এসময় বক্তারা নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল কে আগামী ৭ তারিখ ভোট যুদ্ধের মাধ্যমে বিজয়ী করে ঘরে ফেরার প্রত্যয় ব্যাক্ত করেন।এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা তাপস কান্তি,সাদ্দাম হোসেন, নূর হোসেন,বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক ইউসুফ হোসেন সম্রাট,কার্যনির্বাহী সদস্য সাইফুজ্জামান চৌধুরী আবীর, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা টিটু,মাসুদ,আজাদ সহ অনন্য নেতৃবৃন্দ।






