গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরো ১১৫ জনের। এখন পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন।
রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৩৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। ২৪ ঘণ্টায় চার হাজার ৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ৮৪ শতাংশ।
মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।