গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৪ জনের।
নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার পাঁচ জন। মৃত তিনজনের দুইজন পুরুষ এবং একজন নারী সদস্য।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে ঢাকা বিভাগের এক জন, চট্টগ্রাম বিভাগের একজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন। মৃত তিনজনের সবাই সরকারি হাসপাতালে মারা যান।