এম ওমর ফারুক আজাদ:
জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘প্রমা আবৃত্তি সংগঠন’ এর ৪৯ ও ৫০ তম কর্মশালা আবর্তনের প্রশিক্ষাণার্থীদের নিয়ে সমাবর্তন ও আবৃত্তি সন্ধ্যা রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
মামুরা মমতাজ দীপা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, রাশেদ রউফ ও কামরুল হাসান বাদলসহ আরো অনেক কবি, সাহিত্যিক ও সাংস্কৃতি নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, এক সময়ের গ্রাম বাংলার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সামাজিক নানা প্রতিবন্ধকতা ও অপপ্রচারের বানে। সংস্কৃতির এই সঙ্গীন মুহূর্তে প্রমা’র কর্মকান্ড যেনো আরেকটি সংস্কৃতিক যুদ্ধ। আজকে যারা সমাবর্তিত হবেন তারা যেনো এটিকে যশ-খ্যাতি হিসেবে না নেন। যেনো তারা আবৃত্তি ও বাচিক শিল্পকে সমাজ পরিবর্তন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার হিসেবে নেন।
অনুষ্ঠান শেষে শতাধিক প্রশিক্ষাণার্থীদের হাতে অভিজ্ঞানপত্র তুলে দেন অতিথিরা।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোয়ার জাহান তুলি, নাজমুল আলিম সাদেকী সুমন, তামান্না ইসলাম, রুমেনা আফাজ রুমি, শাফাত জামিল, স্নিগ্ধ চৌধুরী, তন্নি দাশ প্রমুখ।