মো সাহিদ হাসান, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানা শাখা কর্তৃক আয়োজিত থানা সম্মেলন ২০২২অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী নজিপুর নতুনহাট হুমায়ুন মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানা শাখার সভাপতি মুহাম্মদ সাহিদ হাসান এর সভাপতিত্বে আয়োজিত থানা সম্মেলন আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার দাওয়হ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ খাদেমুল ইসলাম।
উক্ত সম্মেলনে সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর হয়েছে। এ পর্যন্ত অনেক সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু এখনও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।
তিনি আরও বলেন, যে ভোটাধিকারকে কেন্দ্র করে এ দেশ স্বাধীন হয়েছে সে ভোটাধিকার মানুষ হারিয়েছে। দুর্নীতি দমন কমিশন নিজে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যে সমাজে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলত, সে সমাজ এখন সহমর্মিতা মায়া ভালোবাসা শ্রদ্ধাবোধ ও আন্তরিকতা হারিয়েছে। সর্বত্র শুধু হাহাকার বিরাজমান। তাহলে প্রশ্ন জাগে স্বাধীনতার ৫০ বছরে আমরা কি পেলাম।
প্রধান অতিথি বলেন, আদর্শ সমাজ গঠনে ইসলামী ছাত্র আন্দোলনের বিকল্প নেই। পরিশেষে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানা শাখার ২০২১ সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটির নাম ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটি হলো:
সভাপতি : মুহাম্মদ সাহিদ হাসান
সহ-সভাপতি: মোহাম্মদ হাবিবুল্লাহ মিজবাহ
সাধারণ সম্পাদক: মোঃ ইমরান আলী
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা থানার সভাপতি প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসাইন। ইসলামী যুব আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজিবুদ্দীন চৌধুরী সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।