ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলিউল ইসলামের সঞ্চালনায় থানা সম্মেলন’২২ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩ টায় খাজুরা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন আয়োজন করা হয়।
এ সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যশোর জেলা শাখার, সভাপতি, মুহাম্মাদ আব্দুল আওয়াল
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মাওলানা মুহা. ফিরোজুল ইসলাম ও সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মুজাহিদুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ ও আদর্শিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি-দুঃশাসনসহ সকল প্রকার অপরাজনীতি অপসারণ করে একটি সুখী-সমৃদ্ধশালী ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি-দুঃশাসনসহ সকল প্রকার অস্বচ্ছতা ও অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অব্যাহত সংগ্রাম চলতেই থাকবে।
তিনি আরো বলেন, এই ভঙ্গুর সমাজকে পূর্ণ গঠন করতে হলে ক্ষুধা ও শিক্ষাহীনতা দূর করে, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে হলে পুরো রাষ্ট্রযন্ত্রকে আবর্জনা মুক্ত করতে হবে। এজন্যই প্রয়োজন দক্ষ পরীক্ষিত ত্যাগী ও খোদাভীরু নেতৃত্ব। আর এই নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্য শেষে ২০২১ সেশনের কমিটি বিলুপ্ত করে, ২০২২ সেশনের কমিটি ঘোষণা করেন:
সভাপতি, মুহাম্মাদ আলিউল ইসলাম
সহ-সভাপতি, মুহাম্মাদ তৈয়ব আলী
সাধারণ সম্পাদক, মুহাম্মাদ সামাউল ইসলাম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি খাজুরা সাংগঠনিক থানা শাখার নায়েবে সদর আলহাজ্ব জয়নাল আবেদীন, সেক্রেটারি, মুফাসসির আনিসুর রহমানসহ প্রমুখ।
2 thoughts on “যশোরের খাজুরায় ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত”
আল্লাহ তায়ালা কামিয়াবী দান করুন
মাশাআল্লাহ