সুন্দর দেশ, যোগ্য নাগরিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৎ ও নির্ভীক শাসকের বিপল্প নেই বলে মন্তব্য করেন শেখ ফজলে বারী মাসউদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নববী শাসকই পারে দেশ ও মানবতার পবিত্র পতাকা ধরে রাখতে।কারণ শাসক নববী আদর্শে আদর্শবান না হলে তারই ছত্রছায়ায় গড়ে উঠবে সন্ত্রাস চাঁদাবাজ। আর দেশজুড়ে ছড়িয়ে পড়বে দূর্নীতি লুটপাট আর অত্যাচার অনাচার।যা এখন বিদ্যমান।আর এটা ন্যায় নীতিহীন শাসনেরই প্রতিফল। তাই সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্টায় সকল মানুষকে আবারো ঐক্যবদ্ধ হয়ে এক নব জাগরণ সৃষ্টি করতে হবে।
শুক্রবার ১১ ই ফেব্রুয়ারি রাজধানীর ভাটারাস্থ জোয়াড় সাহারার জসীমউদ্দিন ইনস্টিটিউটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানার সভাপতি নেয়ামতুল্লাহ বিন আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
করোনার অযুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।তিনি আরও বলেন, মহামারি করোনার কারণে মানুষ বিপর্যস্ত। তার উপর জিনিসপত্রের দাম বৃদ্ধি সাধারণ মানুষকে কষ্টে নিপতিত করেছে ।
বিশেষ অতিথি হিসেবে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী প্রভাষক আব্দুস সবুর বলেন, করোনার খোড়া অজুহাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষাব্যবস্থা ধ্বংস করার পায়তারা চলছে। দেশের সকল প্রতিষ্ঠান খোলা রেখে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে বিধি নিষেধে প্রয়োগের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা শিক্ষাকাঠামো ধ্বংসের নীলনকশা তৈরীতে ব্যস্ত। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি এম মাইদুল হাসান সিয়াম বলেন, প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি আদর্শ ছাত্রসমাজ তৈরীতে দেশব্যাপী ব্যাপক ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও দশের কল্যাণে গত ত্রিশ বছরে ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।
সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২ সেশনের কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটিতে আনোয়ার হুসাইনকে সভাপতি বিলাল হোসেনকে সহ-সভাপতি ও আইনুদ্দীন বিন ফজলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার,নগর উত্তর আওতাধীন ভাটারা থানার সভাপতি মুফতি হাবিবুল্লাহ,ছাত্র আন্দোলন ভাটারা থানার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল হোসেন,প্রকাশনা ও দফতর সম্পাদক আরিফুল ইসলাম,অর্থ সম্পাদক আজিজুল হাকীম , কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক নাঈম রহমান,আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ জুবায়ের,স্কুল বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপু ও সদস্য আরমান হুসাইন সহ ওয়ার্ড ও শাখার নেতৃবৃন্দ।






