সাইফুল ইসলাম, টাঙ্গাইল:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা পূর্ণগঠন উপলক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ২০ জানুয়ারি আইএবি টাঙ্গাইল জেলা কার্যালয়ে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এ সম্মেলন শুরু হয়।
জেলা সভাপতি এসএম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সদ্য সাবেক কার্যনির্বাহী সদস্য মুফতি আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা জাতিকে সুনাগরিক উপহার দেয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষাঙ্গনগুলোতে আজকের নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। অনৈসলামিক ছাত্র সংগঠনগুলো প্রতিনিয়ত খুন-খারাবি, রাহাজানি জড়িত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে আত্মশুদ্ধির মাধ্যমে ছাত্রদেরকে আদর্শ ছাত্র হিসাবে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র আন্দোলন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি ছাত্র সমাজকে ইসলামী ছাত্র আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের কাজের পরিধি অনেক। দেশে যোগ্য নেতৃত্ব তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখছে ছাত্র আন্দোলন।দেশ,জাতিও মানবতার কাঙ্খিত মুক্তির জন্য ধারাবাহিক ভাবে গঠনমূলক রাজনীতি করে যাচ্ছে। দেশকে সুখী সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র হিসেব গঠনে ছাত্র আন্দোলনের বিকল্প নেই।
সম্মেলনে বক্তব্য রাখেন-বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় ছদর মাওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা সভাপতি আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মোঃ শাহিন মিয়া,জাতীয় শিক্ষক ফোরাম জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইসমাঈল, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।
সম্মেলনে গত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২২-২৩সেশনের কমিটি ঘোষণা করে মোঃ ফয়সাল আহমদ কে সভাপতি, মোঃ সাদিকুল ইসলাম কে সহ-সভাপতি ও শহিদুল ইসলাম কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।