পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতা ও সাবেক সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলী মুহাম্মদ খান মসজিদে নববীতে শাহবাজ শরীফকে দেখে স্লোগান দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইমরান খান সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, সর্বাবস্থায় মসজিদে নববীর সম্মান সর্বাগ্রে। হাজারো রাজনৈতিক মতপার্থক্য থাকুক, কিন্তু নৈতিকতার চাদর যেন হাত থেকে না ছুটে। রাজনৈতিক মতপার্থক্যকে শত্রুতায় পরিণত করা উচিৎ নয়।
এক বিবৃতিতে তিনি বলেন, যদিও এটি জনসাধারণের প্রতিক্রিয়া ছিল, তারপরেও মসজিদে নববীর প্রতি শ্রদ্ধা সব ক্ষেত্রেই সর্বাগ্রে।
সাবেক প্রতিমন্ত্রী বলেন, মসজিদে নববীর প্রাঙ্গণে স্লোগান দেওয়া শিষ্টাচার পরিপন্থী।
উল্লেখ্য, মসজিদে নববীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সরকারি প্রতিনিধিদলকে দেখে চোর চোর বলে স্লোগান দেন পাকিস্তানীরা।
সূত্র : উর্দু পয়েন্ট