সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি চাইলে যে কোনো সময় বাসায় ফিরতে পারেন। তবে চিকিৎসকদের পরামর্শ, হাসপাতালেই আরও দুদিন বিশ্রামে থাকতে পারেন তিনি। সেটা তার শরীরের জন্য আরও ভালো হবে।
আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) এসব কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, ওবায়দুল কাদের এখন সম্পূর্ণ সুস্থ। তারপরও মেডিকেল বোর্ড তাকে হাসপাতালেই আরও দুদিন বিশ্রামে থাকার পরমর্শ দিয়েছে। তারপরও চাইলে তিনি বাসায় যেতে পারেন।
গত মঙ্গলবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর সামান্য জ্বর আসে। এ অবস্থায় সমস্যা চিহ্নিত করা এবং রুটিন চেকআপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এরপর সেতুমন্ত্রীর চিকিৎসায় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিনকে প্রধান করে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।