ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার ব্যবস্থাপনায় আই সি এ বি মিলনায়তনে ১৭ ই মার্চ বৃহস্পতিবার থানা প্রতিনিধি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক কার্যনির্বাহী সদস্য মুফতি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল শ্রেণির পেশাজীবী মানুষ আজ ক্ষমতাশীন দলকে প্রত্যাখ্যান করছে। যারা আওয়ামীলীগ করে, তারাও যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দেখে মন থেকে আওয়ামীলীগের প্রতি তাদের ঘৃণা জম্মে। গণমানুষ মুক্তির জন্য হা-হুতাশ করছে এবং মুক্তির জন্য ইসলামী আন্দোলন এর দিকেই ঝুঁকছে।
তিনি আরো বলেন, এজন্য ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের দক্ষ, যোগ্য ও কর্মঠ হয়ে আগামী নেতৃত্বের জায়গা পূরণ করতে হবে।
জেলা সভাপতি মুহাম্মদ ফয়সাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আকবর আলী।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের কল্যাণের রাজনীতি করে। অত্যাচার, জুলুম,নির্যাতন,শোষণ- নিপীড়ন, অব্যবস্থাপনা,অনিয়ম -দূর্নীতি কে উৎখাত করে এদেশকে সুখী সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছে। আর এ কাজে সহযোগিতা করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহা. আসাদুজ্জামান খান বাবু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলার সদ্য সাবেক সভাপতি এস এম কামরুল ইসলাম সহ জেলা ও থানার উর্ধ্বতন দায়িত্বশীল বৃন্দ।