বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যান সমিতির (২০২২-২০২৩) কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটিতে সভাপতি পদে মোঃ ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে নুরে আলম বাপ্পী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার জেলা সমিতির শিক্ষক উপদেষ্টামন্ডলীর সম্মতিক্রমে এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যন্য সদস্যরা হলেন:
সহ-সভাপতিঃ শিবলী ছাইদ জুমন, যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদকঃ আব্দুর রহিম ভুঁইয়া, কোষাধ্যক্ষঃ নজিম আল হাসান, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ মোঃ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদকঃ গোলাম রব্বানী।
কার্যকরী সদস্যরা হলেনঃ
সাবরিনা আক্তার, রিহান আক্তার ইতি, তারেকুর রহমান, সাকিব মিয়া, সোনিয়া ইসলাম, সাদিয়া সুলতানা, মনোয়ার রানা, মোঃ আব্দুর রহমান, জান্নাতুল ফেরদৌস, শাহরিয়ার হোসাইন, জুবায়ের হোসেন।
জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষক উপদেষ্টা হলেনঃ ১। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল কবির সুমন, ২। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আতিউর রহমান, ৩। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সজিব মিয়া।
এন.এইচ/






