নাজমুল হাসান: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের ছাত্রকল্যাণমূলক সংগঠন “পটুয়াখালী স্টুডেন্ট’স এসোসিয়েশন” ২০২২-২০২৩ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ সেশনের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম হামীম । সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৭-১৮ সেশনের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোঃ নাঈম ইসলাম ।
এছাড়াও নব গঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আলিম হোসেন,সুজানা মালিহা,আকিবুজজামান ফাহিম,মোঃ শামীম হোসাইন , যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোঃ আবির হোসেন।
কমিটি ঘোষনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি,মোঃ জসিম উদ্দিন, প্রতিষ্ঠিতা সাধারণ সম্পাদক, আরিফ হোসেন সুজন, ছাত্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম ও বিদায়ী কমিটির সভাপতি মোঃ আল মামুন, সাধারণ সম্পাদক এম.এইচ অজিউল্লাহ ।
‘পটুয়াখালী স্টুডেন্ট’স এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর নব গঠিত কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম হামীম ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম ইসলাম জানান, আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এই কমিটি দেশ ও জাতি এবং শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে। এ বিষয়ে তারা সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী জেলার অনেক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত আছেন। এছাড়াও প্রতি বছর পটুয়াখালী জেলার অনেক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেয়ে থাকেন।
শিক্ষার্থীদের এই সংগঠনকে গতিশীল ও কার্যকরী করতে নব নির্বাচিত কমিটি সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থী।
এন.এইচ/