রবিউল আলম; কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই শাহজাদ জুট মিল এলাকায় অজ্ঞাত গাড়ী চাপায় মোটরবাইক আরোহী বাবা নিহত হয়েছে। এ ঘটনায় ছেলে আহত হয়। সোমবার বেলা সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাঙ্গীর আলম মজুমদার (৬০)। তার বাড়ি কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ধনাইতরী এলাকার চাষাপাড়া গ্রামে। এ ঘটনায় তার ছেলে আবদুল আওয়াল জনিকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
আর.আই/
ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ধুমরে মুচড়ে যাওয়া মোটর বাইকের পাশে মরদেহ পরে আছে। আমরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।