এইচ এম মাহমুদ হাসান।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে সরকার ও রাজনীতি বিভাগের ২০তম ব্যাচের ১ম সেমিস্টারের ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
৭ই জুন শুক্রবার সকালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর সরকার ও রাজনীতি বিভাগের স্প্রিং সেমিস্টার-২৪-এর ২০তম ব্যাচের ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইকিউএসির পরিচালক ও সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।
সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
নবীনদেরকে লাল গোলাপ ও গিফট দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সরকার ও রাজনীতি বিভাগে অধ্যয়ন করে নেতৃত্বের গুণাবলী অর্জন করে একজন দক্ষ ও আদর্শবান মানুষ হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন পরিমন্ডলে নেতৃত্ব প্রদান করা ও ক্যারিয়ার জীবনে সফলতা অর্জন করা।
বক্তারা আরো বলেন, সরকার ও রাজনীতি বিভাগে তোমাদের অধ্যয়ন শুধুমাত্র একটি ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সুযোগ তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে, এই বিষয়ের গভীরতা ও বিস্তৃতির কারণে এখানে রয়েছে অসংখ্য ক্যারিয়ারের সম্ভাবনা।
এছাড়াও উক্ত নবীণবরণ অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পড়েন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক ও ২০তম ব্যাচের উপদেষ্টা আবু তালহা বিন রেদওয়ান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক, ইফফাত আরা সুলতানা, ড. খান শরিফুজ্জামান এবং বাংলা বিভাগের শিক্ষক ফিরোজ আর মামুন।