এইচ এম ইব্রাহিম মল্লিক, চাঁদপুর জেলা প্রতিনিধি:
চাদপুর জেলার মতলব উপজেলায় সুইটি আক্তার নামে এক গর্ভধারিনী মা তার শিশু সন্তান বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। ওই গর্ভধারিনী মায়ের বাড়ি মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিন রামপুর গ্রামে।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৮ মার্চ রাতে সাগরের স্ত্রী সুইটি আক্তার(১৭) প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয় ল্যাবএইড হাসপাতালে। রাতেই সিজারের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেয় সুইটি। ২০ মার্চ বিকালে হাসপাতালের বিল চুকিয়ে শিশুসহ ওই রোগী রিলিজ নিয়ে বাড়িতে চলে যায়।
কিন্তু বাড়িতে যাওয়ার পর তার সাথে বাচ্চা না থাকার কারনে এলাকায় বাচ্চা বিক্রির গুঞ্জন ছড়িয়ে পরে।
এরপর এলাকার একাধিক ব্যক্তিরা জানান সুইটি গত সাত মাস আগে ঢাকার কোনাপাড়া স্বামীর সংসার ছেড়ে সাগরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। তখন সে দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলো। এ শিশুটি আগের সংসারের স্বামীর। তাই সে বিক্রি করে দিয়েছে।
হাসপাতালের দেওয়া রোগীর মোবাইল ফোনে কল দিলে তার খালাতো ভাই মহসিন বলেন, আমি এখন ঢাকায় আছি। সুইটি আমার খালাতো বোন। তার বাচ্চা বিক্রির বিষয়টি আমি জানিনা। তবে তার স্বামীর সাথে ঝামেলা চলছে।
এ বিষয়ে ল্যাবএইড হাসপাতালের ম্যানেজার চন্দন বলেন, রোগী গত ২০ মার্চ শিশু সন্তান সহ রিলিজ নিয়ে চলে যায় তার পরে কি হয়েছে তা আমরা জানিনা।