হোসাইন আহমাদ, মিরপুর প্রতিনিধি:
ছাত্র জমিয়ত বাংলাদেশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন পল্লবী থানা শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৪ জানুয়ারী (মঙ্গলবার) বাদ আসর পল্লবী জমিয়ত মিলনায়তনে থানা সভাপতি মুহাম্মদ সালমান শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের কওমি মাদ্রাসা সম্পাদক উসামা হাবিব।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা সালমান শিকদার বলেন, আল্লাহ বিধান প্রতিষ্ঠিত করতে ও সঠিক ধারার ইসলামী রাজনীতি চর্চার লক্ষ্যে ২৪ জানুয়ারি ১৯৯২ সালে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও মুরুব্বিগণ গঠন করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ নামে একটি কাফেলা। ছাত্র জমিয়তের মূল কর্মসূচী হচ্ছে সঠিক তত্ত্বাবধান ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য একদল দক্ষ কর্মী বাহিনী গঠন করা। নিজেকে তালিম তমাদ্দুন ও তরবিয়তের মাধ্যমে সঠিকভাবে ইলমে দ্বীন অর্জনের পাশাপাশি আমল ও উত্তম আখলাকের অধিকারী করে গড়ে তোলা।
ছাত্রনেতা উসামা হাবিব বলেন, আজ থেকে প্রায় ৩০ বছর পূর্বে এদেশের ছাত্রসমাজকে সন্ত্রাসনির্ভর রাজনীতির বিষাক্ত ছোবল থেকে রক্ষার জন্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ব্যক্তিগঠন, ইসলামি শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার’ স্লোগান নিয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ নামক একটি কাফেলার জন্ম দেয়। এ যাবতকালের ইতিহাসে ছাত্র জমিয়ত প্রমাণ করেছে এ দেশে ছাত্র জমিয়ত বাংলাদেশই একমাত্র সন্ত্রাসমুক্ত ও আদর্শবাহী ছাত্র সংগঠন। এ সংগঠন মেধাবী ছাত্রদের আশ্রয়স্থল। ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের প্রজ্ঞা, সততা ও আদর্শের বলে অল্পদিনে জাতীয় সংসদ, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রতিনিধি দিতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পল্লবী থানার যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহকারী যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদ হাসান , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক আতাউল্লাহ, ইমরান হুসাইন, জাহিদ হাসান, আসেম উদ্দিন, এনাম হাসান, নুর হুসাইন আব্দুল্লাহ প্রমুখ।
আর.আই/