রেজাউল করীম, চরমোনাই মাদরাসা প্রতিনিধি:
বিশ্বের দ্বিতীয় বৃহত্তর ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক অগ্রহায়নের মাহফিল আগামী ২৫ নভেম্বর বাদ জুমা হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে।
কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চরমোনাই ময়দানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাহফিলের ৩-৪ দিন আগেই মুসুল্লিদের সমাগম শুরু হয়েছে।
মুসল্লিদের থাকার জন্য প্রস্তুত হচ্ছে ১ নং ও ৩ নং মাঠ। এতে দায়িত্বরত রয়েছেন চরমোনাই জামিয়ার ছাত্র ও ওস্তাদবৃন্দ, ইতোমধ্যে মাঠের উপরে সামিয়ানার কাজ শেষ হয়েছে। লাইট মাইকের কাজও চলমান রয়েছে।
এছাড়াও আগত মুসুল্লিদের স্বাস্থ্য সেবার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রস্তুত করা হচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল। আগামী ২দিনের মধ্যে বাকি সকল কার্যক্রম শেষ হবে বলে আশা করেন চরমোনাই মাহফিল পরিচালনা কমিটি।
আর.আই/