ঢাকায় পা রেখেছেন হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেটের নব জাগরণের এই কারিগর আগামীকাল থেকে ফের পরিকল্পনা আঁকবেন বাংলাদেশ ক্রিকেট নিয়ে।
স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর অ্যায়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান তিনি।
প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহে ফের বাংলাদেশে ফিরছেন, তা জানাই ছিল। বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়ের এই রূপকার আগামী দুই বছরের জন্য আবারো বুঝে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব। তবে কবে আসছেন তিনি, তা নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে উত্তর মিললো, শেষ হলো অপেক্ষার পালা। আজই বাংলাদেশ এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে।
হাথুরুসিংহে আসছেন জেনে সংবাদ কর্মীরা আগে থেকেই জমা হয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে। বিমানবন্দর ত্যাগ করার আগে তাদের দেখতে পেয়ে হাত নেড়ে নিজের আগমনী বার্তা দেন হাথুরাসিংহে। ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়।