বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতা নূর মোহাম্মদ আবু তাহের স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি ও জাতীয় পার্টির সমর্থন নিয়ে ১৪ হাজার ৯০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নূর মোহাম্মদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৯০৪ ভোট।
বেসরকারিভাবে পাওয়া তথ্য মতে, ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১২ হাজার ৩ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ মো: আব্দুল খালেককে হারিয়েছেন নূর মোহাম্মদ।