সেন্টার ফর স্যোশাল থটের জ্যেষ্ঠ ফেলো ও নির্বাহী পরিচালক খালিদ মাহমুদ এবং সেন্টার মডারেটর ও সমালোচক জিয়া আল হায়দার বলেন, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য সমগ্র নারী জাতিকে অপমানিত ও অপদস্থ করেছে।
এমন বর্ণবাদী, নারীবিদ্বেষী বক্তব্য আমাদের সাংবিধানিক ও ধর্মীয় মূল্যবোধের উপর চরম আঘাত। এমন রূচিহীন বক্তব্যের পর মন্ত্রী পদে তার বহাল থাকা লিঙ্গ বৈষম্য নিরসন ও নারীর প্রতি সহিংসতা রোধের রাষ্ট্রীয় অঙ্গিকারকে প্রশ্নবিদ্ধ করে।
প্রধানমন্ত্রীকে অবশ্যই নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা নারী অধিকার কর্মীদের এই বক্তব্যের প্রতিবাদে নারীঐক্য গড়ে তোলারও আহ্বান জানান।
আজ ৬ ডিসেম্বর সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন সেন্টার ফর স্যোশাল থটের নেতৃদ্বয়।