বেরোবি প্রতিনিধিঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার ড. মোঃ হাসিবুর রশীদ।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলের অনুমোদনক্রমে আজ বুধবার (৯ জুন) ড. মোঃ হাসিবুর রশীদকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) পদে নিয়োগ দেয়া হয়েছে।
আজ বুধবার এ নির্দেশ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রংপুর আইন, ২০০৯ এর ধারা ১০ (১) অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার ড. মোঃ হাসিবুর রশীদকে ভাইস চ্যান্সেলর হিসেবে ৪ (চার) বছর মেয়াদে নিম্নাক্তো শর্তে নিয়োগ করা হলো।
এন.এইচ/