বিপিএলের আসন্ন আসর মাঠে গড়ানোর এক সপ্তাহও বাকি নেই। এমন সময়ে এসে ওশানে থমাসকে দলে টানল খুলনা টাইগার্স। শনিবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার বিষয়টি জানিয়েছে তারা।
বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াবে জানুয়ারির ১৯ তারিখ থেকে। আসরকে কেন্দ্র করে গত বছর থেকেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। ড্রাফটের বাইরে থেকে সরাসরি চুক্তিতেও অনেক খেলোয়াড়কে দলে টেনেছে দলগুলো।
থমাসকেও সরাসরি চুক্তিতে দলে টেনেছে খুলনা। ওয়েস্ট ইন্ডিয়ান এই পেসার জাতীয় দলের হয়ে ২২টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে ৩২ গড়ে তার উইকেট ২৯টি। টি-টোয়েন্টিতে সব মিলিয়ে ২১ উইকেট নিয়েছেন তিনি।
বিপিএলের আসন্ন মৌসুমে তারুণ্যে আস্থা রাখতে যাচ্ছে খুলনা টাইগার্স। দলে একগাদা তরুণ ক্রিকেটার নিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত খুলনা। প্রতিভাবান তরুণদের সাথে দলে আছেন বেশ কিছু নামীদামী বিদেশি ক্রিকেটারও।
আগের মৌসুমের ক্রিকেটারদের মধ্যে নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়কে ধরে রেখেছে খুলনা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে। বিদেশিদের মধ্যে এভিন লুইস, শাই হোপ, ধনঞ্জয়া ডি সিলভার মত পরীক্ষিতরাও এবার খেলবেন খেলবেন খুলনার জার্সিতে। ফলে খুব আহামরি শক্তিশালী না হলেও যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর মত দল আছে খুলনার।