মিনহাজ আবেদিন, রাবি প্রতিনিধি:
মিশরীয় ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক ড. ত্বহা হুসাইনের বিখ্যাত ‘আল-ওয়া’দুল হক্ক’ উপন্যাসের অনুদিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান খান উপন্যাসটির অনুবাদ করেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের তৃতীয় তলায় ৩০৫ নম্বর রুমে রোববার দুপুর দেড় টায় মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়।
আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ মো জুবায়ের-এর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘আল-ওয়া’দুল হক্ক’ বইটি আমি দেখেছি। বইটিতে ইসলামী ইতিহাসের মানবসভ্যতার সোলালি অতিত ও গৌরবোজ্জ্বল দিক উঠে এসেছে। আমাদের দেশ ও জাতি বইটি পড়ে উপকৃত হবে বলে আমি আশা করছি। আর এটি পড়ে শিক্ষার্থীরা বুঝতে পারবে, যে আরবি ভাষা বিভাগে আমরা কতটুকু অবদান রাখছি।’
বিশেষ অতিথি হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আল-ওয়া’দুল হক্ক’ মানসম্মত একটি গ্রন্থ। এটি আরবি বিভাগ ও এর শিক্ষার্থীদের জন্য বড় একটি অর্জন। পবিত্র কুরআনে প্রথমেই মহান আল্লাহ পড়ার নির্দেশ দিয়ে আয়াত নাজিল করেছেন। কিন্তু ধীরে ধীরে আমরা পড়া থেকে দূরে সরে যাচ্ছি। মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে হলে আমাদের ইতিহাস সমৃদ্ধ বই পড়তে হবে। আমাদের জ্ঞানের ভান্ডার বড় করতে হবে।’
‘আল-ওয়া’দুল হক্ক’ বইটির অনুবাদক ড. জিয়াউর রহমান বলেন, ইসলামী ইতিহাসে মানবসভ্যতার অতিত, গৌরবোজ্জ্বল দিক ও অন্ধকার যুগের ইতিহাস এ গ্রন্থে তোলে ধরা হয়েছে। ‘আল-ওয়া’দুল হক্ক’ শীষক উপন্যাসে ইসলামের ইতিহাসের গৌরবময় অতিত ও সে যুগে মুসলমানদের ইতিহাস এই বইয়ে তোলে এনেছেন মিশরীয় বিখ্যাত ঔপন্যাসিক ও কথাসাহিত্যিক ড. ত্বহা হুসানই। আশাকরি, বাংলা ভাষায় অনুদিত এই গ্রন্থটি সুখপাঠ্য হিসেবে বিবেচিত হবে এবং পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মিজান উদ্দিন, অধ্যাপক শামীমা আক্তার, অধ্যাপক এস এম আব্দুস সালাম, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক নেছার উদ্দিন, অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ, সহযোগী অধ্যাপক কামরুজ্জামান। অনুষ্ঠানে দিকনির্দেশনা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সাজিদুল হক।
এন.এইচ/






