বাংলা একাডেমির আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৩ এ মুক্তপ্রাণন প্রকাশনী থেকে আসছে মাসউদুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ পবিত্র প্রণয়।
প্রতিটি মানুষের হৃদয় প্রণয়সিক্ত। কেউ নির্জন গভীর রাতে প্রভুর পবিত্র প্রেমে মগ্ন থাকেন—কেউবা মগ্ন থাকে অপবিত্রতায়। কেউ প্রেমের সরলতায় নিজের মধ্যে ধারণ করে ইসলামী সভ্যতা সংস্কৃতি—কেউবা আসক্ত হয় পশ্চিমা সভ্যতা-সংস্কৃতির প্রেমে।
‘পবিত্র প্রণয়’ বইটিতে ছড়া কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, নবী সা., ইসলাম, দেশ ও মানবতার প্রেমের কথা। তুলে ধরা হয়েছে স্ত্রীর সাথে স্বামীর পবিত্র প্রেম নিবেদনের বাতচিত। পরাধীনতা, অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধচারণ করা হয়েছে কবিতার ছত্রেছত্রে কাব্যের ভাষায়। ইশকে ইলাহির আলাপচারিতা ফুটে উঠেছে শব্দের ছন্দেবন্ধে । সাহিত্যের মধু ঢেলে দূর মদিনায় রাসুলে আরাবীর রওজায় পাঠানো হয়েছে প্রেমের খাম। কলমের নিবে ফুটিয়ে তোলা হয়েছে রক্তমাখা দেশপ্রেমের গল্প।
অশ্লীলতা, নগ্নতা, ছাড়াও যে ছড়া -কবিতা হতে পারে ‘পবিত্র প্রণয়’ বইটি সে বার্তাই বহন করে।
এন.এইচ/